আপনার দান করা
সামান্য অনুদান,
বাঁচাতে পারে হাজারো
অসহায় মানুষের প্রাণ...

- “মানব কল্যাণ সংস্থা বাংলাদেশ"

Our Impact

We try to work for the development of the society in addition to raising awareness of any social problem with the help of all of you. Your presence inspires our work. So we always want your cooperation and presence.

আমাদের কার্যক্রম সমূহঃ




“মানব কল্যাণ সংস্থা বাংলাদেশ” একটি অলাভজনক, রাজনীতিমুক্ত এবং সেবামূলক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

💥আমাদের ইভেন্টের কিছু কার্যক্রম সমূহঃ
✅ শীতবস্ত্র বিতরণ;
✅ সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে মেহেদি উৎসবের মাধ্যমে ওদের সাথে আনন্দ উপভোগ করা;
✅ পথশিশুদের নিয়ে বনভোজনের আয়োজন;
✅ জানুয়ারি মাস থেকে ক্যাম্পেইনের মাধ্যমে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ (ব্যাগ, খাতা, কলম);
✅ চেষ্টা করছি প্রায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আই-কিউ টেস্ট, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহী করা এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি নিশ্চিত করা।
✅ প্রাকৃতিক দূর্যোগের সময় সাহায্য-সহযোগীতা বজায় রাখা। যেমনঃ বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন মহামারীতে সাহায্য সহযোগিতা করা।
✅ সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের এডমিশন সহ বিভিন্ন সাহায্য সহযোগিতার ব্যবস্থা করার চেষ্টা করি।
✅এতিম, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করা হয় সামর্থ্য অনুযায়ী।
✅বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

সামাজিক যেকোনো সমস্যায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজের উন্নয়নে কাজ করার চেষ্টা করি আমরা আপনাদের সকলের সহযোগিতায়। আপনাদের উপস্থিতি আমাদের কাজগুলোকে উৎসাহ প্রদান করে থাকে। তাই সর্বদা আপনাদের সকলের সহযোগিতা এবং উপস্থিতি আমাদের কাম্য।

Our numbers that speak

We have numbers that push us to give in our best and make sure that we break our own records. We are happy to be growing and helping more day by day.

1,500 +
Members Worldwide
2,000 +
Children Helped
20 k+
Funds Raised
2,000 +
Food Provided
PAYMENT MATHORD